আজ থেকেই বদল আবহাওয়ায়। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ কমবে। আপাতত দিন কয়েক গোটা রাজ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার বৃদ্ধি অনুভূত হবে। দক্ষিণবঙ্গের কলকাতা-সহ বাকি জেলায় আর্দ্রতাজনিত অস্বতি আরও বাড়বে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত গোটা রাজ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতায় আজ তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ। টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের সমাবেশে ধর্মতলায় আজ ব্যাপক ভিড়ের আশা করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জেলাগুলি থেকে দলের ছাত্র সংগঠনের প্রতিনিধিরা আসতে শুরু করেছেন। কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। হলেও হালকা বৃষ্টি হতে পারে দু'-এক জায়গায়। তাই ভরা বর্ষায় দলের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে অন্তত আবহাওয়াজনিত কারণে তেমন একটা বেগ পেতে হবে না শাসকদলকে।
আরও পড়ুন- দিঘা-পুরী ভুলে যাবেন! বর্ষায় কলকাতার কাছের সমুদ্রপাড়ের অপূর্ব শোভা হৃদয়ে ঝড় তুলবে
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে দু-একটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কম। মাঝে মধ্যে হালকা বৃষ্টি চলতে পারে জেলায়-জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন তাপমাত্রা খানিকটা বাড়তে পারে।