Bengal Weather Update: এবছর নির্ধারিত সময়ের চেয়ে বঙ্গে দেরিতে ঢুকেছে বর্ষা। উত্তরবঙ্গ দিয়ে বর্ষার প্রবেশ ঘটে তা দক্ষিণে পৌঁছোতে বেশ কয়েকটি দিন বাড়তি সময় লেগে গিয়েছিল। বর্ষা ঢোকার পরেও এখনও পর্যন্ত কাঙ্খিত বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এখনও পর্যন্ত ৫০ শতাংশ বা তারও বেশি বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও শনিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন- কাজের দিনে ফের চরমে দুর্ভোগ, সাতসকালে লোকাল ট্রেন বন্ধে দুর্বিষহ পরিস্থিতি
আগামী রবিবার ও থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে আগামী সোমবারেও। আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের একাংশে ভারী বৃষ্টি হতে পারে। একইভাবে ওই সময়ের মধ্যেই ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর জেলাতেও।
আরও পড়ুন- তুমুল সমালোচনায় নড়ল টনক, মালদা-কাণ্ডে পুলিশের বিরুদ্ধে বেনজির অ্যাকশন!
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে জানা গিয়েছে। তবে সপ্তাহের শেষ দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে।