Bengal Weather Update: ফের একবার জোরালো দুর্যোগ শিয়রেই। পশ্চিমবঙ্গ থেকে বর্ষার বিদায়ের অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ফের এক দফায় বৃষ্টি হতে পারে জেলায়-জেলায়। টানা কয়েকদিন ধরে চলতে পারে এই দুর্যোগ। যদিও বৃহস্পতিবার সকালের আবহাওয়া দেখে তেমন আভাস মিলছে না। তবে এই পরিস্থিতি বদল যাবে শীঘ্রই।
কবে থেকে আবহাওয়ায় বিরাট বদল?
আবহাওয়া দফরের পূর্বাভাস বলছে, শুক্রবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলায়। আজও দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে। শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়ার বদল চোখে পড়বে। কাল বিকেলেও বৃষ্টি হতে পারে।
কলকাতা-সহ দক্ষিণববঙ্গের আবহাওয়ার আপডেট…
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। একই পরিস্থিতি থাকবে কাল সকালেও। শুক্রবার দুপুর পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বদল চোখে পড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
আরও পড়ুন- ডেঙ্গি রোধে ‘সোজা পথে’ হাঁটছেই না সরকার, ‘ত্রুটি’ ধরে ধরে কী ব্যাখ্যা চিকিৎসকদের?
শনিবারের পর রবিবারেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। রবিবার দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদে তুমুল বৃষ্টির সতর্কতা রয়েছে। এই পর্বে সোমবার বেলার দিকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। যদিও আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে ফের এক দফায় দুর্যোগ ধেয়ে আসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আপাতত দিন কয়েক এমনই থাকবে পরিস্থিতি। তবে উত্তরবঙ্গেও ফের একবার ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হতে পারে।