Bengal Weather Update: ভরা শ্রাবণে এবার তুফানি বৃষ্টি দক্ষিণবঙ্গে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। এদিন সকাল থেকেই যার ইঙ্গিত মিলতে শুরু করেছে। আজ থেকে শুরু করে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এখনও পর্যন্ত ৫০ শতাংশ বা তারও বেশি বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে। আজ শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে আগামী সোমবারেও।
আরও পড়ুন- খাওয়ার থালা থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা, গা কাঁপানো পরিণতি নির্দল সমর্থকের!
শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের একাংশে ভারী বৃষ্টি হতে পারে। একইভাবে ওই সময়ের মধ্যেই ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর জেলাতেও।
আরও পড়ুন- একতলার অনুমোদনে পাঁচতলা ঝাঁ চকচকে বিল্ডিং, মারাত্মক আশঙ্কায় হাইকোর্টে মামলা
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ থেকেই মোটের উপর বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তরবঙ্গে। অন্যদিকে, শনিবার কলকাতা শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার কলকাতায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।