IMD Weather Update Today March 29: এপ্রিল এখনও পড়েনি। মার্চের শেষেই ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিবেশ দক্ষিণবঙ্গে। তবে এবার দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য বিরাট সুখবর শোনাল আবহাওয়া দফতর। ফের একবার জোরলো ঝড়-বৃষ্টিতে স্বস্তির আবহাওয়া ফিরতে পারে। উইকেন্ডে (Weekend) দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বভাস (Rainfall Forecast) দেওয়া হয়েছে। বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার প্রবল দাপট লক্ষ্য করা যেতে পারে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আজও বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। আজ বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন তিনেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।
কলকাতার ওয়েদার আপডেট…
শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উইকেন্ডে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। বৃষ্টির পাশাপাশি শনিবার ঝোড়ো হাওয়া বইতে পারে মহানগরীতে। এই দুর্যোগের হাত ধরেই উইকেন্ডে কলকাতায় মনোরম আবহাওয়া থাকবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- Premium: একরোখা রেখাই BJP-র বাজি! আটপৌরে বধূর রাতারাতি সন্দেশখালির ‘অগ্নিকন্যা’ হয়ে ওঠার গল্প চর্চাবহুল!
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙে (Kalimpong) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতেও। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।