Bengal Weather Update: শীতের আমেজ বঙ্গে। শহর থেকে জেলা, ধীরে ধীরে বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শীত সুখ দোরগাড়াতেই দাঁড়িয়ে। আগামী কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি জেলায় আরও নেমে যেতে পারে তাপমাত্রা। বিশেষ করে রাতের দিকের তাপমাত্রা নেমে যাওয়ায় শীত ভাব আরও বেশি করে অনুভূত হতে চলেছে জেলায়-জেলায়। তবে ঝটপট আবহাওয়ার এই পরিস্থিতিতেও বদল আসবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট…
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শীতের অনুভূতি মিলছে। ধীরে ধীরে ঢুকছে উত্তুরে হাওয়া। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আরও বেশি করে শীতের অনুভূতি মিলতে শুরু করেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দুই-তিনদিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। অর্থাৎ, দুয়ারেই দাঁড়িয়ে শীত।
আপাতত দিন কয়েক এমনই চলবে আবহাওয়ার পরিস্থিতি। ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়তে থাকবে। তবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আবহাওয়ার খানিক বদল চোখে পড়তে পারে। ফের এক দফায় দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
আপাতত শহর কলকাতায় মেঘমুক্ত আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই তিলোত্তমা মহানগরীতে। আগামী দিন পাঁচেক আবহাওয়ার পরিস্থিতি এমনই থাকবে। তবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কলকাতা শহরেও রাতের দিকে সামান্য তাপমাত্রা বাড়তে পারে।
জেনে নিন উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট…
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ বেশ খানিকটা বেড়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির পাশাপাশি অন্য জেলাগুলিতেও দিন যত এগোচ্ছে শীতের আমেজ ততই বাড়ছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং শীতের এই আমেজ বহাল থাকবে উত্তরবঙ্গের সর্বত্র।
আরও পড়ুন- শুভেন্দুর নিশানায় বালু ঘনিষ্ঠ বর্ধমানের রাইসমিল সংগঠনের বড় কর্তা, কী বলছেন আব্দুল মালেক?
আপাতত গোটা রাজ্যে শীতের আমেজ বহাল থাকবে। তবে জাঁকিয়ে ঠান্ডা ঠিক কবে থেকে পড়তে পারে, সেব্যাপারে আগাম কোনও তথ্য মেলেনি হাওয়া অফিসের তরফে।