রাজ্যের দুই প্রান্তে দুই চিত্র। একদিকে টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাত গুটিয়ে বসে রয়েছেন বরুণদেব! বরং আজ যাও বা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও কমার ইঙ্গিত মিলেছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলেই মনে করছে হাওয়া অফিস।
ফের টানা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ জুড়ে। চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন ধরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং জেলায়। ভারী বৃষ্টি হতে পারে মালদহ ও দুই দিনাজপুরেও। তবে আলিপুরদুয়ার ও কেচাবিহারে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
আরও পড়ুন- ‘বাবার অনুপ্রেরণায় অসৎ পথে মেয়ে?’, সায়নীকে ‘তুখোড় বাণে’ বিঁধলেন অনুপম
অন্যদিকে দক্ষিণবঙ্গে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছবি। যদিও সোমবার বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় এদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে। পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। কাবু করবে আর্দ্রতাজনিত অস্বস্তি। ফের কবে থেকে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি শুরু হবে, সেব্যাপারে এখনও পর্যন্ত কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দফতর।