Bengal Weather Update: আবহাওয়ার সাম্প্রতিক পরিস্থিতির জেরে শীতের দফা রফা। উল্টে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই নতুন করে তাপমাত্রা নামার এখনই কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ রয়েছে। দক্ষিণবঙ্গে কবে থেকে ঠান্ডার আমেজ ফিরবে? জাঁকিয়ে শীতই বা কবে নাগাদ পড়তে পারে? সেব্যাপারেই বিস্তারিত তথ্য এই প্রতিবদনে মিলবে।
কবে থেকে ঠান্ডা?
আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ ঊর্ধ্বমুখী। সেই কারণেই শীতের মেজাজ অনেকটাই ফিকে হয়ে গেছে। উল্টে শুক্রবার বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এরই পাশাপাশি বৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, অসময়ের এই বৃষ্টির জেরেই তাপমাত্রা আগামী কয়েকদিন খানিকটা বেড়ে যেতে পারে। আগামী ৭ নভেম্বর থেকে পরিস্থিতির বদল আসতে পারে। অর্থাৎ, ওই দিন থেকে একটু একটু করে পারদ নামতে পারে। ফিরতে পারে শীতের আমেজ।
জেনে নিন উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট…
উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার আমেজ রয়েছে। আজ ও আগামিকাল উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই আপাতত ঠান্ডার এই আমেজ বহাল থাকবে। বরং দিন যত এগোবে উত্তরবঙ্গের সব জেলাতেই ঠান্ডার আমেজ ততই বাড়বে।
আরও পড়ুন- বাংলার অন্যতম সতীপীঠ, যেখানে চৈতন্যপূর্ব যুগ থেকেই ভিড় করেন অসংখ্য ভক্ত
কলকাতার আবহাওয়ার খবর…
অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি থেকে মুক্তি মিলেছে। তবে দিন কয়েক আগে যে মনোরম আবহাওয়া কলকাতায় ছিল তা উধাও। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।