Bengal Weather Update: দুর্গাপুজোর পর এবার শেষ লক্ষ্মীপুজোও। এবছর দুর্গাপুজোর সময় থেকেই রাতের দিকে মৃদু ঠান্ডার অনুভূতি মিলতে শুরু করে। এরপর লক্ষ্মীপুজো মিটতেই হালকা শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সন্ধে নামলেই ঠান্ডার অনুভূতি বাড়ছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শীতের আমেজ এসে গেছে। তবে কি কালীপুজোর আগেই বঙ্গে জাঁকিয়ে শীত? জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট…
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বরং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে আগামী কয়েকদিনে সন্ধের পর থেকে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। শুষ্ক আবহাওয়ার হাত ধরেই দাপট বাড়াবে উত্তুরে হাওয়া। তারই জেরে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও আগামী কয়েকদিনে হালকা শীতের আমেজ বহাল থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনিতেই শীতের আমেজ এসে গেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে। এরই পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে ও সন্ধের পর থেকে ঠান্ডার অনুভূতি মিলবে।
কলকাতার ওয়েদার আপডেট…
শহর কলকাতায় আজ দিনভর মোটের উপর মনোরম আবহাওয়া থাকবে। মহানগরীতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ভ্যাপসা গরম থেকে আপাতত নিস্তার শহরবাসীর। বরং আগামী কয়েকদিনই মোটের উপর মনোরম আবহাওয়া থাকবে শহরে।
আরও পড়ুন- কান দিয়ে দেখেন মুখ্যমন্ত্রী! মমতাকে বিস্ফোরক চিঠি বিশ্বভারতীর উপাচার্যের
জাঁকিয়ে শীত কবে?
এখনও পর্যন্ত এব্যাপারে স্পষ্ট কোনও তথ্য দিতে পারেননি আবহাওয়াবিদরা। শীতের হালকা মেজাজ বহাল থাকলেও জাঁকিয়ে ঠান্ডা ঠিক কবে থেকে পড়তে পারে তা নিয়ে কিছু জানা যায়নি। তবে এই মুহূর্তে আবহাওয়ার যা পরিস্থিতি তাতে ঠান্ডার পথে বাধা হয়ে দাঁড়ানোর মতো কোনও সিস্টেম এখনও পর্যন্ত দেখা যায়নি। সেই কারণেই বাধা না এলে জাঁকিয়ে ঠান্ডারও বেশি দেরি নেই বলেই মনে করছেন একাংশের আবহাওয়াবিদরা।