Advertisment

Kolkata Weather Today: রাজ্যজুড়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু, কাল থেকেই কাঁপানো দুর্যোগ কোন কোন জেলায়?

IMD Weather Forecast Update: ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী সময়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছিল ভ্যাপসা গরম। বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তারই জেরে এক ধাক্কায় তাপমাত্রাও নেমে গেছে অনেকটাই। শুক্রবার সকাল থেকেও কলকাতা শহরে বৃষ্টি চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

শুক্রবার সকালে শহর কলকাতার জল ছবি। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

IMD Weather Update Today May 31: রাজ্যজুড়ে পুরোদমে শুরু হয়ে গেল প্রাক বর্ষার বৃষ্টি। রাজ্যের বায়ুমণ্ডলে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প। তারই জেরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় হয়ে উঠেছে। প্রাক বর্ষার বৃষ্টি কলকাতা-সহ জেলাগুলিতে।

Advertisment

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাক বর্ষার এই বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির দাপট থাকবে। এই পর্বে ৩ থেকে ৪ দিন চলতে পারে দুর্যোগ। দমকা হাওয়া থাকবে জেলায় জেলায়। আগামিকাল অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি দুর্যোগ চলবে উত্তরেও। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Dumdum:’দমদার’ লড়াই দমদমে! ঝোপ বুঝে কোপে মুখিয়ে CPM! আত্মবিশ্বাসী TMC, কোন অঙ্কে চাঙ্গা BJP?

ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী সময়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছিল ভ্যাপসা গরম। বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তারই জেরে এক ধাক্কায় তাপমাত্রাও নেমে গেছে অনেকটাই। শুক্রবার সকাল থেকেও কলকাতা শহরে বৃষ্টি চলছে। হালকা বৃষ্টি চলছে লাগোয়া জেলাগুলিতে। জানা গিয়েছে, অন্তত ৪ থেকে ৫ দিন এমনই পরিস্থিতি চলবে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন- Lok Sabha Polls 7th phase west bengal: যাদবপুরে ‘বিরাট’ ফ্যাক্টর ভাঙড়! তৃণমূলকে কাঁটে কি টক্করে ফেলতে তৈরি CPM, কৌশলী BJP

Rainfall in Bengal monsoon weather update Kolkata Weather Weather Forecast
Advertisment