/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Winter-pic.jpg)
Kolkata Weather Today: আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে জেনে নিন।
IMD Weather Update Today February 4: আবহাওয়ার মতিগতি দেখে শীতের বিদায় নিয়ে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। বঙ্গে এবারের মতো শীতের (Winter) মরশুম আর কতদিন? তা নিয়েই চলছে আলোচনা। তবে এরই মধ্যে কাঁপানো পূর্বাভাস আবহাওয়া দফতরের। ফের এক দফায় কমতে পারে তাপমাত্রা। বঙ্গে আবারও শীতের জোরালো অনুভূতি মিলতে পারে। সেই সঙ্গে ফের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির (Rainfall) পূর্বাভাস।
চলতি মাসেই রয়েছে ভ্যালেন্টাইন ডে ও সরস্বতী পুজো। তার আগেই কি বঙ্গ থেকে বিদায় নেবে শীত? এখনই সেব্যাপারে স্পষ্ট তথ্য না মিললেও আশার বাণীও শোনায়নি আবহাওয়া দফতর। তবে আপাতত দিন কয়েক আবহাওয়ার এমন পরিস্থিতিই বহাল থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট…
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের এক দফায় তাপমাত্রা কমতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ রবিবার ও আগামিকাল সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। যদিও তারপর থেকে নতুন করে ফের পারদ ঊর্ধ্বমুখী হবে। তবে এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনাও প্রবল। আগামী মঙ্গলবার থেকে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) ও দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে।
কলকাতার ওয়েদার আপডেট….(Kolkata Weather Update)
মাঘের বৃষ্টি ছাড়বে না কলকাতারও। আপাতত দিন কয়েক ঠান্ডার অনুভূতি মিলবে তিলোত্তমা মহানগরীতে। তবে আগামী মঙ্গলবার থেকে কলকাতা শহরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast) রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
বৃষ্টি পিছু ছাড়বে না উত্তরবঙ্গেও (North Bengal)। এই পর্বে উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙে (Kalimpong) আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। তবে অন্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশ কম।