IMD Weather Update Today July 4: আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ জুলাই অর্থাৎ শনিবার পর্যন্ত রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আবহাোয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে আগামী শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। কোনও কোনও জেলায় সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনই আবহাওয়া থাকবে আগামী শনিবার পর্যন্ত। আজ এবং আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পর্বে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী সোমবারে পর থেকে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কম দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আজ বেলা বাড়লে কলকাতা শহরের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও মহানগরীতে আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে না।
আরও পড়ুন- Eastern Railway: রথযাত্রায় পুরী? আর কোনও চিন্তা নেই! পর্যটকদের জন্য বাম্পার বন্দোবস্ত রেলের
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
বর্ষার তুমুল বৃষ্টি চলছে উত্তরবঙ্গে জেলাগুলিতে। উত্তরবঙ্গের ওপরের দিকের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের বাকি দিনগুলি উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির দাপট থাকবে। সবচেয়ে বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। আগামী সোমবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট খানিকটা কমবে।
আরও পড়ুন- Nabanna initiative on Lynching: গুজবে দিকে দিকে গণপিটুনি! মারাত্মক প্রবণতা রুখতে ভীষণ কঠিন পদক্ষেপ নবান্নের