IMD Weather Update Today February 5: এবারের মতো শীতের বিদায় কি আসন্ন? আবহাওয়া দফতরের পূর্বাভাসে সেই সম্ভাবনাই বাড়ছে। তবে এরই মধ্যে ফের একবার দুর্যোগের ভ্রুকুটি জেলায়-জেলায়। সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল আসতে চলেছে। সার্বিকভাবেই গোটা রাজ্যের আবহাওয়ার (Weather) চিত্রটা কেমন থাকবে আগামী দিনকয়েক? জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট (Weather Update)।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এখন আর নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই এই পরিস্থিতি বহাল রয়েছে। এবার ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। শহর কলকাতা (Kolkata) থেকে জেলা, সব জায়গাতেই এবার একটু একটু করে পারদ চড়বে। তবে এই আবহেই ফের একবার বৃষ্টির (Rainfall) সম্ভাবনা জেলায়-জেলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ সপ্তাহের প্রথম দিন সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী দুই থেকে তিনদিনের মধ্যে তাপমাত্রা কমপক্ষে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই বললেই চলে।
আরও পড়ুন- Income from Farming: বাড়িতেই কারবার, কম খরচে দ্রুত বিপুল আয়, বেকারদের বিরাট দিশা দেখাচ্ছেন দম্পতি
কলকাতার ওয়েদার আপডেট…(Kolkata Weather)
তাপমাত্রা বাড়বে কলকাতাতেও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন তিনেক শহর কলকাতার তাপমাত্রাও তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে আজ তিলোত্তমা মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা নেই। নতুন করে কলকাতাতেও ঠান্ডা পড়ার সম্ভাবনা আর নেই।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
ফের একবার উত্তরঙ্গের (North Bengal) দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙে (Kalimpong) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আগামী কয়েকদিনে বাড়তে পারে। নতুন করে উত্তরবঙ্গের ক্ষেত্রেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনাও বেশ কম।