IMD Weather Update Today March 5: আবহাওয়ার খামখেয়ালিপনা জারি। রবিবার এমনকী গতকাল সোমবারেও কয়েকটি জেলায় হালকা বৃষ্টি চলেছে। আজ মঙ্গলবার থেকেই আবহাওয়ার (Weather) বদলটা লক্ষ্য করা যাবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। নতুন করে বৃষ্টির ভ্রুকুটি? একাধিক জেলায় দিন কয়েকেই ফের একবার তেড়ে বৃষ্টির সম্ভাবনা? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে আগামী দিন চারেক বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। বরং বেলা বাড়লে তাপমাত্রা খানিকটা বাড়লেও সন্ধের পর থেকে স্বাভাবিক তাপমাত্রাই থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। মোটের উপর ভরা বসন্তে মনোরম আবহাওয়াই দক্ষিণবঙ্গের সব জেলাতেই মিলবে।
আরও পড়ুন- Premium: ফ্যাটি লিভারের বিরুদ্ধে লড়াই এখন আরও সহজ, তোলপাড় ফেলা আবিষ্কারে চমকে দিলেন বাঙালি চিকিৎসক-বিজ্ঞানী
কলকাতার ওয়েদার আপডেট…
শহর কলকাতাতেও (Kolkata Weather) মনোরম আবহাওয়া। এর আগে গতকাল তিলোত্তমা মহানগরীর বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি (Rainfall) হয়েছিল। যদিও মঙ্গলবার সকাল থেকে কলকাতা শহরেও রোদ ঝলমলে আকাশ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আপাতত কলকাতা শহরেও নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত মনোরম আবহাওয়া থাকবে। দারুণ বসন্তে জমিয়ে পাহাড় বেড়াচ্ছে পর্যটকের দল। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। মোটের উপর উত্তরবঙ্গের সব জেলাতেই মনোরম আবহাওয়া থাকবে। দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) ও কালিম্পং (Kalimpong) ছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই মোটের উপর আবহাওয়া একই রকম থাকবে।