Weather Update: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের প্রথম স্পেলের পালা চুকেছে ডিসেম্বর মাসের ২২ তারিখ নাগাদ। এবার পালা সেকেন্ড স্পেলের। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে সব কিছু ঠিকঠাক চললে ঠান্ডার দ্বিতীয় স্পেলের শুরুতে বেশি দেরি নেই। তবে এরই মধ্যে বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকী উত্তরবঙ্গের দার্জিলিঙে তুষারপাতেরও সম্ভাবনা তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা প্রবল। আপাতত দিন কয়েক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে। তারপর থেকেই পারদ পতনের শুরু। আগামী ১০ জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনিতেই ভালোমতো ঠান্ডার রেশ রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে দার্জিলিঙের উঁচু এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি দার্জিলিং ছাড়াও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ভালোমতো ঠান্ডার রেশ থাকবে।
আরও পড়ুন- ED Raid: তল্লাশিতে গিয়ে তৃণমূল নেতার বাড়ি ছেড়ে পালাল ED, সন্দেশখালিতে তুলকালাম কাণ্ড!
কলকাতার ওয়েদার আপডেট…
কলকাতায় আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ বদল হবে না। মোটের উপর একই থাকবে আবহাওয়ার পরিস্থিতি। আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৫ ডিগ্রির মধ্যে।