Advertisment

পারদ পতনে বাড়ছে ঠান্ডা, নিম্নচাপের জেরে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

শীতের মুখেই রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে দানা বাঁধছে এই নিম্নচাপ।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather forecast makar sankranti 2023

মকর সংক্রান্তিতে শীত উধাও।

গুটি-গুটি পায়ে এগোচ্ছে শীত। হেমন্তের পর্ব চুকিয়ে দুয়ারে উঁকি দিচ্ছে শীতকাল। তবে এবার শীতের মুখেই রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে দানা বাঁধছে এই নিম্নচাপ। তারই জেরে রাজ্যে ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে।

Advertisment

উৎসবের মরশুম শেষ করে সবেমাত্র ঠান্ডার অনুভূতি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে ফের একবার নিম্নচাপের হাত ধরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। আর এরই জেরে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির হাত ধরে ঠান্ডার কামড়ও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, নভেম্বরের দিন যত এগোচ্ছে ঠান্ডার অনুভূতি ততই বাড়ছে।

আরও পড়ুন- শনির প্রকোপ থেকে বাঁচতে রত্নধারণ না, সালাংপুরবাসী দ্বারস্থ হন কষ্টভঞ্জনের

আজ শহর কলকাতার সর্বনিম্ন তপমত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শুধু কলকাতাই নয় পারদ নামছে জেলাগুলিতেও। কনকনে ঠান্ডায় কাঁপছে দার্জিলিং। আজ দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি। কালিম্পঙের তাপমাত্রা ১২.৩ ডিগ্রিতে নেমেছে।

আরও পড়ুন- Ajker Rashifal Bengali, 5 November 2022 : সামনেই সুখবর! ধৈর্য ধরলে লাভ এই রাশিদের: পড়ুন রাশিফল

আপাতত দিন কয়েক এমনই থাকবে বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। তবে আগামী সপ্তাহের শেষ দিক থেকেই আবহাওয়ার বদল চোখে পড়বে। শহর থেকে জেলা, বেশ খানিকটা নেমে যেতে পারে তাপমাত্রার পারদ। সেক্ষেত্রে রাজ্যজুড়ে শীতের অনুভূতিও ততই বাড়বে। তবে জাঁকিয়ে শীত পড়তে পারে কবে থেকে? সেব্যাপারে এখনই কিছু বলতে পারনেনি আবহাওয়াবিদরা।

West Bengal Weather Report weather update Weather Forecast
Advertisment