ফের টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। আজ সপ্তাহের প্রথম দিন থেকে আগামী দিন তিনেক হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে একাধিক জেলায়। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই মিলবে না এখনই। এমনই মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও একবার দিন তিনেক ধরে বৃষ্টির পূর্বভাস রাজ্যে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন ধরে হালকা থেক মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে ধীরে ধীরে কমতে পারে বৃষ্টির পরিমাণ। তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়ার হাত থেকে মুক্তি মিলবে না এখনই। দুর্গাপুজো আসতে এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে। পুজোর সময়েও বৃষ্টি চলবে কিনা আগেভাগে সেব্যাপারে কিছুই বলতে পারছেন না আবহাওয়াবিদরা।
আরও পড়ুন- লক্ষ্য বিপদে মুক্তি অথবা মনস্কামনা পূরণ, ভক্তরা ছুটে আসেন এই মোটা শিবের মন্দিরে
শহর কলকাতায় আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। বৃষ্টির সম্ভাবনা থাকলেও হাঁসফাঁস দশায় কাবু শহরবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা যত বড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও ততই বাড়বে। মোটের উপর আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে না বলেই মনে করছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেও আজ মোটের উপর আবহওয়ার পরিস্থিতি একই রকম থাকবে।
আরও পড়ুন- Ajker Rashifal Bengali, 5 September 2022: দাম্পত্যে জীবনে নজর না দিলে সমস্যা এই রাশির!
এদিকে, আগামী দিন তিনেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবছর বর্ষায় দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হয়েছে। তবে সেই বৃষ্টিও ঘাটতি পূরণে ব্যর্থ। বিহার, ওড়িশা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যের পাশাপাশি এবছর পশ্চিমঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। যার জেরে এবছর এই রাজ্যগুলিতে ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে ধান উৎপাদনের ক্ষেত্রে।