রবিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার। ভোররাত থেকে ঝিরঝিরে হালকা বৃষ্টি চলছে একাধিক জেলায়। রবিবার দিনভর এমনই আবহাওয়া থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
মাঝে অতি গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিন কয়েক মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে নিম্নচাপের গেরো সরতেই দাপট কমেছে বৃষ্টির। রবিবার ভোররাত থেকে ফের এক দফায় আকাশ কালো করে ঝিরঝিরে বৃষ্টি শুরু শহর কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা এবং নদিয়া জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, নদিয়া-সহ বীরভূম, মুর্শিদাবাদেও। এবছর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে। অধিকাংশ জেলাতেই ৫০ শতাংশেরও বেশি বৃষ্টি ঘাটতি ছিল।
আরও পড়ুন- লক্ষ্য ২০২৪, বিজেপি-তৃণমূলকে ‘ল্যাজেগোবরে’ করতে মাঠে নামছে এসএফআই
মাঝে দিন কয়েক ঢেলে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এবছর বর্ষার বৃষ্টির ঘাটতি মিটবে না বলেই মনে করছেন আবাহাোয়াবিদরা। অন্যদিকে, বৃষ্টির পরিমাণ এবার আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেক অতি ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে।