IMD Weather Update Today May 6: বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। আজ সোমবার এবং আগামিকাল মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কালবৈশাখী (Kalbaisakhi) আছড়ে পড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শহর কলকাতাতেও রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তারই জেরে তাপপ্রবাহের করাল গ্রাস কাটিয়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। দুর্যোগের জেরে এক ধাক্কায় স্বাভাবিকের কাছে নেমে আসবে পারদ।
সোমবার সকাল থেকে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ। আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, দুই ২৪ পরগনা জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায়। আজ ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। মঙ্গলবার শহর কলকাতায় কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে। আগামিকালও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটি জেলায়।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যের কোথাও আর তাপপ্রবাহের সতর্কতা নেই। বরং আগামী কয়েকদিনে তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে। স্বাভাবিকের কাছে নেমে আসবে পারদ। তবে উপকূলবর্তী জেলাগুলিতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল থেকে সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের আগামী বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন- Suvendu Adhikari: ‘কাঁচা স্ক্রিপ্ট! এটাকে কোথায় নিয়ে যাই দেখবেন’, সন্দেশখালির BJP নেতার ভিডিও নিয়ে তোপ শুভেন্দুর
কলকাতায় সোমবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। বিকেলের দিকে কলকাতায় ঝড়-বৃষ্টি হতে পারে। এমনকী সন্ধ্যার পর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামিকাল কলকাতায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।