West Bengal Weather Update: পূর্বাভাস মতোই শুক্রবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় কিছুটা বদল চোখে পড়েছে। রোদ ঝলমলে না হলেও গত কয়েকদিনের চেয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আজ সকাল থেকে বেশ পরিষ্কার। তবে আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ ফের এক দফায় বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে কি এই উইকেন্ডেও শপিং প্ল্যান ভেস্তে দেবে বৃষ্টি? জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট…
আজ শুক্রবার থেকই বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে। আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি চোখে পড়ছে। গত কয়েকদিন ধরেই নিম্নচাপের জেরে গোটা রাজ্যেই তেড়ে বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন দশা হয়েছে প্রায় সর্বত্র। তবে আজ থেকে বৃষ্টির দাপট অনেকটাই কমবে বলে মনে করছে হাওয়া অফিস। যদিও কয়েকটি জেলায় আজও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে নতুন করে ফের এক দফায় লাগাতার বৃষ্টির আশঙ্কা নেই।
আজ ও কাল কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শহর কলকাতাতেও গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে নাজেহাল দশা হয়েছিল। তবে শুক্রবার সকাল থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজ কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। শনিবার থেকে শহর কলকাতার আবহাওয়ায় আরও বদল আসবে। আরও কমবে বৃষ্টির সম্ভাবনা। সুতরাং, এই উইকেন্ডে কলকাতা শহরে যারা পুজোর শপিংয়ের প্ল্যান করেছেন, তাঁদের হতাশ হওয়ার কিছু নেই।
উত্তরবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট…
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গের কিন্তু উলোটপুরাণ। উত্তরবঙ্গের সব জেলাতেই আপাতত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি অন্য জেলাগুলিতেও থাকবে বৃষ্টির দাপট। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমনিতেই সিকিমে মেঘভাঙা বৃষ্টির জের ও লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙের বিস্তীর্ণ প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন- বাংলায় মদ বিক্রিতেও যারপরনাই দুর্নীতি? অভিষেককেই দুষে তুমুল আক্রমণ সেলিমের!
বানভাসি দশা হয়েছে বেশ কয়েকটি এলাকায়। তাই আজও বৃষ্টি চললে পরিস্থিতি আরও বেশি বিপজ্জনক হওয়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় লাগাতার এই বৃষ্টিতে এমনিতেই দিকে দিকে ধস নেমে রাস্তা বন্ধ। আজও ফের এক দফায় ভারী বৃষ্টি হলে ধসের আশঙ্কা আরও বাড়বে।