Advertisment

Kolkata Weather Today: ভ্যাপসা গরমে অস্বস্তি চরমে দক্ষিণবঙ্গে! তুমুল স্বস্তির কাঁপানো বৃষ্টি কবে থেকে?

IMD Weather Forecast Update: উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকেছে। তবে সেই থেকে মৌসুমী বায়ু উত্তরের জেলাগুলিতেই আটকে রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ফি দিন বৃষ্টি চলছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি আরও কয়েকটি জেলায়। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি এখন অধরা। বরং অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল দশা হচ্ছে প্রায় সর্বত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি নিয়ে বড়সড় আপডেট।

IMD Weather Update Today June 7: উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়লেও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের হাঁসফাঁস দশা থেকে মুক্তি এখনই মিলবে না। অন্তত আবহাওয়া দফতরের সর্বশেষ দেওয়া পূর্বাভাসে অস্বস্তি বাড়বে বই কমবে না!

Advertisment

উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকেছে। উত্তরের জেলায় জেলায় চলছে বৃষ্টি। উল্টোদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমে হাঁসফাঁস দশা। আবহাওয়া দফতরের সর্বশেষ দেওয়া আপডেটে অস্বস্তি বাড়বে। আজ অর্থাৎ ৭ থেকে আগামী ৯ জুন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তেই থাকবে।

তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। বর্ষা উত্তরবঙ্গে ঢুকে সেই থেকে আটকেই রয়েছে। দক্ষিণবঙ্গের দিকে তা আর এগোচ্ছে না। এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি প্রকৃতি তাতে আগামী ১৩ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের কোনও সম্ভাবনাই দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা।

আরও পড়ুন- Train movement in Sealdah Section: শিয়ালদহ শাখার ট্রেনে যাতায়াত করেন? এখবর আগে পড়ুন! নয়তো দুর্ভোগের শেষ থাকবে না

দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকাল থেকে ভ্যাপসা গরম। শহর থেকে জেলা, দিনভর থাকবে এই অস্বস্তিকর আবহাওয়া। তবে আজ বিকেলের দিকে কোনও কোনও জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষনিকের স্বস্তি মিলতে পারে। সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হবে না। উইকেন্ডে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভ্যাপসা গরম আরও বাড়বে। কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- Digha: এখবরে ভ্রমণপিপাসুদের মনে সুনামি বইবে! মাত্র ৪৫ টাকায় হাওড়া থেকে দিঘা, কীভাবে? জানুন ঝটপট

জানা গিয়েছে, আগামিকাল দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে। ৯ তারিখ বাঁকুড়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Travel: কলকাতার কাছেই ফাটাফাটি ৫ নতুন সমুদ্র সৈকত আবিষ্কার! বাংলার পর্যটনের মুকুটে নয়া পালক!

উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। পার্বত্য জেলা দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather update Weather Forecast Rainfall in Bengal weather latest news
Advertisment