/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/Kalbaisakhi.jpg)
Kolkata Weather Today: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
IMD Weather Update Today May 7: তীব্র দাবদাহ থেকে জ্বালা জুড়িয়েছে ঝড়-বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির জেরে দহনজ্বালা থেকে মুক্তি মিলেছে। সোমবার সন্ধেয় রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখী (Kalbaisakhi) ঝড় ও সঙ্গে জোরালো বৃষ্টির দাপট ছিল। দুর্যোগের সেই দাপট থাকবে আজও। আগামী ২৪ ঘণ্টাই রাজ্যে ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই হাওয়া বদল হয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার বিকেলের পর থেকেই জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। কালবৈশাখী (Kalbaisakhi) ঝড় আছড়ে পড়ে বহু জায়গায় বিদ্যুৎ বিপর্যয় পর্যন্ত ঘটেছে। তবে মোটের উপর পরিবেশ শান্ত হয়েছে। আজ মঙ্গলবারেও একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সঙ্গেই প্রবল ঝড়েরও পূর্বাভাস হাওয়া অফিসের।
আগামী দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাজ্যের ১১ জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। কলকাতা, হাওডা়, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমানে কালবৈশাখী ঝড়ের সঙ্গেই চলবে বৃষ্টি। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়।