গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আজ থেকে আবহাওয়ায় আরও বদল চোখে পড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নিয়ে আরও বড় পূর্বাভাস হাওয়া অফিসের। বেশ কয়েকটি জেলায় আজ তুমুল বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
এবছর উত্তরবঙ্গের জেলাগুলি বর্ষার স্বাভাবিক বৃষ্টি পেলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনও একাধিক জেলায় বর্ষার বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়ে গিয়েছে। সেই ঘাটতি পূরণ হওয়ার আশা আর দেখছেন না আবহাওয়াবিদরা। তবে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফের একবার মুষলধারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গত কয়েকদিন ধরেই শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আজ বৃহস্পতিবার সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, আজ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- ঝালদা পুরসভা ফের হাতছাড়া, বিষধর সাপের সঙ্গে তৃণমূলের তুলনা টেনে বিস্ফোরক কৌস্তভ
এছাড়াও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। এরই পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদেও আজ বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টি চলবে।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমার ইঙ্গিত রয়েছে। এরই পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও।