/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Rain_bfdfd2.jpg)
Kolkata Weather Today: আজ কলকাতায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা?
IMD Weather Update Today April 8: রবিবারের আবহাওয়া সোমবারেও। গতকাল সকাল থেকে আকাশের মুখ ছিল ভার। দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। শুধু বৃষ্টিই নয়, তারই পাশাপাশি ছিল ঝোড়ো হাওয়ার দাপট। সোমবারেও জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast) হাওয়া অফিসের। কালবৈশাখী ধেয়ে আসতে পারে বেশ কিছু জেলায়। দুর্যোগের এই পরিস্থিতি চলবে কতদিন? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
আজ সপ্তাহের প্রথম দিনেও ঝড়-বৃষ্টির পালা জারি থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গেই ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।
কোনও কোনও জেলায় কালবৈশাখী ঝড় ধেয়ে আসতে পারে। আজ কালবৈশাখীর সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মুর্শিদাবাদে। এই দুর্যোগের হাত ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ নেমেছে। স্বস্তি ফিরেছে।
তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা-সহ দক্ষিমবঙ্গের জেলাগুলিতে এই স্বস্তির পরিবেশ স্থায়ী হবে না। আগামিকাল অর্থাৎ, মঙ্গলবার থেকেই ফের বাড়তে পারে রোদের তেজ। তারই হাত ধের আবারও চড়বে পারদ।
তীব্র গরমে নাভিশ্বাস ওঠার সময় ফের একবার তরতর করে এগিয়ে আসছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও দফায়-দফায় ঝড়-বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই পর্বে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের দাপট চলবে।