IMD Weather Update Today February 8: শীতের মেজাজ এখনও ভালোমতো রয়েছে। ভোর ও সন্ধের পর থেকে ঠান্ডার আমেজ শহর থেকে জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এমনই পরিস্থিতি থাকবে আরও দিন কয়েক। তবে এরই মধ্যে শীতপ্রেমীদের জন্য বড়সড় আশার খবরও শুনিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
এই সপ্তাহে এমনই আবহাওয়া (Weather) আরও বেশ কয়েকদিন চলবে। ফি দিন সকালের দিকে ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়লে তা ফিকে হবে। তবে সন্ধের পর থেকে শীতের অনুভূতি মিলবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
দক্ষিণবঙ্গের শীতপ্রেমী মানুষজনদের জন্য সুখবর। ফের একবার পারদ পতনের সম্ভাবনা তৈরি হয়েছে জেলায়-জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার তাপমাত্রার পতনের অনুভূতি মিলতে পারে। আগামী দিন দু'য়েকের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে।
মোটের উপর আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফের একবার ঠান্ডার অনুভূতি জোরালো হতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের একবার আবহাওয়ায় বদলের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Offbeat Destination: মায়াবী এপ্রান্তের হৃদয় জুড়নো পরিবেশে প্রাণের স্বস্তি! অপরূপ এই নদীপাড় কলকাতার কাছেই
কলকাতার ওয়েদার আপডেট…(Kolkata Weather Update)
ফের একবার ঠান্ডার অনুভূতি কিছুটা হলেও বাড়তে পারে শহর কলকাতায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন তিনেক কলকাতা (Kolkata) শহরের তাপমাত্রাও কয়েক ডিগ্রি নীচে নেমে যেতে পারে। এই পর্বে চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করবে। আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- Abhishek Banerjee: তৃণমূলের নেত্রী-সেনাপতি বরফ গলল! এবার কী পদক্ষেপ অভিষেকের?
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের (North Bengal) বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিন কুয়াশার (Fog) দাপট থাকবে। তবে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙে (Darjeeling) আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।