IMD Weather Update Today June 8: ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অসহনীয় এই দশা থেকে মুক্তি কবে? কবে থেকে তেড়ে নামবে বৃষ্টি? বর্ষা রাজ্যে ঢোকার পরেও দক্ষিণবঙ্গের উপর এখনও সদয় হননি বরুণদেব! সেই উত্তরেই বর্ষা আটকে রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে অস্বস্তি আরও বেড়েছে। বাধা-বিপত্তি কাটিয়ে ঠিক কবে নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পুরোদমে ঢুকে পড়বে বর্ষাকাল? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
জুন মাসের শুরুতেই ফের একবার বৃষ্টির জন্য হাহাকার বিশেষ করে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। ভ্যাপসা গরমে গলদঘর্ম পরিস্থিতিতে নাকাল আট থেকে আশি। দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টিতে এখনও ঢের দেরি। বরং তাপমাত্রা আরও বাড়ার জোরালো ইঙ্গিত মিলেছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমের পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। আগামিকালও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৩ জুন নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকতে পারে।
আরও পড়ুন- Mamata Banerjee: ভোট মিটতেই ফের ময়দানে মুখ্যমন্ত্রী! বাড়িতে ডেকে আজ কী বলবেন সাংসদদের?
দক্ষিণবঙ্গের কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, বাঁকুড়া, এবং বীরভূম জেলাতেও। আগামী সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলবে। তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম কমার সম্ভাবনা নেই।
আরও পড়ুন- West Bengal Election Results 2024: বিরোধী ভোট ভাগ করেই ১৯ কেন্দ্রে সবুজ সুনামি! …
উত্তরবঙ্গের ওয়েদার আপডেট…
এদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলবে। আজও দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।