IMD Weather Update Today May 9: ঝড়-বৃষ্টির জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই স্বস্তির পরিবেশ। বরং গত কয়েকদিনে তাপমাত্রা বেশ খানিকটা কমে গিয়েছে। শহর কলকাতা থেকে জেলা, ৪৩-৪৪ ডিগ্রিতে উঠে যাওয়া পরদ এক ধাক্কায় নেমে এসেছে ৩০-এর ঘরে। মোটের উপর মনোরম পরিবেশ গোটা রাজ্যজুড়ে। আপাতত বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির এই পর্ব চলবে। তবে পরিস্থিতির ফের বদল কবে থেকে? আবারও কি দুয়ারেই দাঁড়িয়ে জ্বালাপোড়া গরম? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ। আজও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার এই ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। কাল দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এমনকী দুই ২৪ পরগনায় কালবৈশাখী (KalBaisakhi) ঝড় ধেয়ে আসতে পারে।
এছাড়াও কালবৈশাখী ঝড়ের দাপট দেখা যেতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায়। আগামিকালও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টি চলবে। আগামী শনি ও রবিবারেও ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। তবে রবিবার বিকেলের পর থেকে দুর্যোগ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সপ্তাহের বুধবারের পর থেকে ফের এক দফায় গরমের অনুভূতি ফিরবে।
আরও পড়ুন- WB HS Results 2024: ‘সবাই ডাক্তার হলে রুগী হবে কে?’, ছকভাঙা কেরিয়ারের স্বপ্ন দ্বিতীয় সৌম্যদীপ সাহার
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বেশ কয়েকটি জেলায় থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবারের পর থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।