Bengal Weather Update: নিম্নচাপের জেরে লাগাতার কয়েকদিনের বৃষ্টির পর আপাতত স্বস্তি। গত কয়েকদিনে তেমন বৃষ্টি দেখেনি কলকাতা ও তার পার্শ্বর্বতী এলাকাগুলি। তবে আজ একাধিক জেলায় যেমন হালকা বৃষ্টি হতে পারে তেমনই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় কি তেড়ে বৃষ্টি হতে পারে? আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট…
নিম্নচাপের জেরে গত সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকে চলতি অক্টোবরের প্রথম সপ্তাহের বেশ কয়েকটি দিন পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। লাগাতার বৃষ্টিতে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় জলমগ্ন দশা তৈরি হয়েছিল। পুজোর আগে অসুররূপী এই বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় প্লাবন পরিস্থিতি তৈরির আশঙ্কাও বাড়ছিল। তবে আপাতত সেই ঝুঁকি কেটেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।
আজ কেমন থাকবে কলকাতার ওয়েদার?
শহর কলকাতায় আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। দিনভর কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও আজ হালকা বৃষ্টি হতে পারে। সুতরাং মহানগরীতে আজ পুজোর শপিংয়ের প্ল্যান থাকলে কোনও চিন্তা নেই। মনোরম আবহাওয়ায় জমিয়ে বাজার করুন।
আরও পড়ুন- তৃণমূলের লাগাতার ধর্নায় সম্ভবত আজই ইতি! কোন পথে মিলতে পারে রফা?
উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট…
সিকিমের প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের ভয়ঙ্কর আঁচ পড়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে। আজ সপ্তাহের প্রথম দিনেও উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের কোনও কোনও জায়গায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিঙের পাশাপাশি আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েথে আরও এক পাহাড়ি জেলা কালিম্পঙেও। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে।