Bengal Weather Update: দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টি নিয়ে আবারও রয়েছে একটি আশার খবর। বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির জোরালো সম্ভাবনা। সেটা হলে ফের একবার ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে এই পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে আর কয়েকদিন। আপাতত শনিবার থেকে বৃষ্টি বরং কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে ঠিক কবে নাগাদ ফের একবার দক্ষিণবঙ্গের জন্য ঝাঁপি খুলবে বর্ষা?
ফের বাড়বে তাপমাত্রা?
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত কলকাতা শহর-সহ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই তাপমাত্রা ফের একবার বাড়তে শুরু করবে আজ থেকেই। কমবে বৃষ্টি, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকবে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে গেলে দক্ষিণবঙ্গের জন্য ফের একবার বৃষ্টি-ভাগ্য খুলে যেতে পারে। তবে সেটা হতে হতে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। বুধবারের পর থেকে আগামী সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলি ফের একবার ভারী বৃষ্টির স্বাদ পেতে পারে।
আজ কেমন থাকবে কলকাতার ওয়েদার?
অন্যদিকে, শনিবার কলকাতা শহরে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ রয়েছে। আপাতত মহানগরীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আজ থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে কলকাতাতেও আবহাওয়ার বদল চোখে পড়বে। ফের এক দফায় বৃষ্টির সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন- ‘উনি বিচারক এবং উনিই ফাঁসুড়ে’, রাজ্যপালকে বীভৎস আক্রমণে ব্রাত্য!
আজ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট একনজরে…
এদিকে, শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় আজ তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। আগামী দিন কয়েক কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পাবে। একইসঙ্গে অস্বস্তি বাড়াবে আর্দ্রতাও। আগামী বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের বুধবারের পর থেকে গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গ ভালো মতো বৃষ্টি পেতে পারে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
অন্যদিকে, শনিবার উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। যদিও উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। একইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতেও। আপাতত দিন কয়েক এমনই পরিস্থিতিই চলবে উত্তরবঙ্গে।