Bengal Weather Update: তেড়ে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায়-দফায় বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গে এই পর্বে কতদিন পর্যন্ত চলবে এই দুর্যোগ? সামনেই পুজো। উইকেন্ডের পুজোর বাজারও ভেস্তে দেবে অসুর-বৃষ্টি? আবহাওয়ার একেবারে টাটকা আপডেট বিস্তারিতভাবে জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার লেটেস্ট খবর…
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আরও দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায়-দফায় এই বৃষ্টি চলবে। গতকালের পর আজ ২১ ও আগামিকাল ২২ সেপ্টেম্বরও গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কাল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গেও তুমুল বৃষ্টি…
এই পর্বে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের দুই পাবর্ত্য জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির জেরে ফের উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়ে যেতে পারে।
আরও পড়ুন- প্রভাতী শুভেচ্ছা, আজ দিনভর কোথায় কী? দেখে নিন ঝটপট
কেমন থাকবে কলকাতার ওয়েদার?
শহর কলকাতায় গতকাল থেকেই দফায়-দফায় বৃষ্টি চলছে। আজ কলকাতা শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির হাত ধরে তাপমাত্রা আরও খানিকটা কমে যাবে। কলকাতায় আগামিকালও বৃষ্টি চলবে দফায়-দফায়।
কবে থেকে পরিস্থিতির উন্নতি?
আবহাওয়াবিদরা জানিয়েছেন আজ দিনভর বৃষ্টি চললেও আগামিকাল থেকে পরিস্থিতির উন্নতি চোখে পড়তে পারে। শুক্রবার থেকে দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ কমতে পারে। সুতরাং, উইকেন্ডে পুজো শপিংয়ের প্ল্যান থাকলে ক্যানসেল করবেন না। সপ্তাহ শেষে বৃষ্টি চললেও তা শপিং-মুড ভেস্তে দেবে না বলেই এখনও পর্যন্ত মনে করা হচ্ছে।