প্রতীক্ষার অবসান, বঙ্গে এবার বর্ষামঙ্গল। বঙ্গোপসাগরের উত্তর উপকূল ঘেঁষে অসমের গোয়ালপারা, আলিপুরদুয়ার এবং গ্যাংটক হয়ে বর্ষা ঢুকছে বাংলায়। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গ এবং সিকিমে ঢুকেছে মৌসুমী বায়ু। এর জেরে আজ থেকে এ রাজ্যে মূলত উত্তরবঙ্গে শুরু হতে পারে বৃষ্টিপাত।
তবে এখনই স্বস্তি মিলছে না দক্ষিণবঙ্গের। বরং সাধারণের চেয়ে তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রী। পাশাপাশি, ক্রমশ বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। প্রায় ৪৮ ঘণ্টা বজায় থাকবে এই আবহাওয়া। গলদঘর্ম অবস্থায় দিন কাটাতে হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সপ্তাহ শুরুতেই আকাশের মুখ ভার। রোদের প্রখর দাবদহের দেখা পাওয়া যায়নি সোমবার সকালে।
আরও পড়ুন- মমতার উপহার দেখে ‘চক্ষু চড়ক গাছ’, বিতর্ক শিক্ষামহলে
কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদীয়ায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মালদা ও ঝাড়গ্রামে রয়েছে তাপ প্রবাহের সতর্কতা।
শুক্রবার শহরের উষ্ণতম দিনে অসহনীয় গরম ছিল কলকাতায়। এ দিন সকাল থেকেই তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল আর্দ্রতা। শুক্রবারের সন্ধ্যার ঝড় বৃষ্টিতে শনিবারের আবহাওয়া মনোরম থাকলেও রবিবার সকাল থেকে ফের শুরু হয় হাঁসফাঁসে গরম।