সপ্তাহান্তের সকালে রোদের দেখা মিললেও. বেলা গড়াতেই কালো মেঘের আড়ালে মুখ লুকিয়েছে সূয্য়ি মামা। মাঝেমধ্য়েই দু-এক পশলা বৃষ্টি হয়েছে। তবে ক্ষণিকের বৃষ্টিতেও গরমের গুমোট ভাব যেন কাটছে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েকদিন সেভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। আজ বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য়দিকে,উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন: বাংলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৩৫৭৩
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্য়ূনতম ৬০ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন