Advertisment

Kolkata Weather Today: তরতরিয়ে নামবে পারদ! হাড় কাঁপাবে ঠাণ্ডা, আগের অনেক রেকর্ডই ভেঙে হবে চুরমার?

IMD Weather Forecast Update: এর আগে গত বছরের ডিসেম্বর মাসে টানা দিন দশেক শীতের প্রথম স্পেল চলেচে বাংলায়। শহর থেকে জেলা, ভালোমতো ঠাণ্ডার রেশ ছিল। তবে তারপর থেকেই পারদ একটু একটু করে বেড়েছে। বড়দিন এমনকী বর্ষবরণের আবহেও পারদ ছিল ঊর্ধ্বমুখী। সেই কারণেই ঠাণ্ডার সেকেন্ড স্পেল কবে থেকে শুরু হবে তা নিয়ে চর্চা বাড়ছিল। তবে এবার বিশেষ রে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর। এই পর্বে ঠান্ডার এই সেকেন্ড স্পেল চলবে কতদিন ধরে? কলকাতার তাপমাত্রা কত ডিগ্রিতে নেমে যেতে পারে। তা নিয়েই রইল আবহাওয়া সংক্রান্ত খবরের বিশেষ এই প্রতিবেদন।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: উষ্ণতার খোঁজে। ছবি- শশী ঘোষ

IMD Weather Update Today January 12: আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই গতকাল সন্ধে থেকে রাজ্যের আবহাওয়ায় বড়সড় বদল চোখে পড়তে শুরু করেছে। গতকাল সন্ধে থেকেই শহর কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও পারদ নামতে শুরু করেছে। আজ শুক্রবার সকালে জাঁকিয়ে শীত শহর থেকে জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে আরও নেমে যাবে পারদ। মোটের উপর এবছর মকর সংক্রান্তির আগেই হাড়কাঁপানো শীতের পরশ মেলার জোরালো ইঙ্গিত রয়েছে।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…

এবছর হাড়কাঁপানো শীতেই হবে মকরস্নান। এবছর বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মারকাটারি শীতের পরশ মেলেনি। মাঝে ডিসেম্বর মাসের টানা ১০ দিন পারদ নামলেও জাঁকিয়ে ঠান্ডা মেলেনি। তবে এবার দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর। ফের একবার রাজ্যে দাপুটে ইনিংস শুরুর পথে শীত। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবারের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩ ডিগ্রি পর্যন্ত পারদ নেমে যেতে পারে।

এই পর্বে শীতের এই সেকেন্ড স্পেল চলতে পারে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত। তবে জাঁকিয়ে ঠান্ডার পাশাপাশি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকবে কুয়াশার দাপট। বীরভূম, নদিয়া, মর্শিদাবাদ ও দুই বর্ধমানে ঘন কুয়াশার দাপট থাকবে।

আরও পড়ুন- ED Raid: সাতসকালে ED-র ত্রিশূল হানা! একযোগে রাজ্যের দাপুটে মন্ত্রী, বিধায়ক-নেতার বাড়িতে অভিযান

কলকাতার ওয়েদার আপডেট…

তিলোত্তমা মহানগরীতে পরিস্কার আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এবার কলকাতাতেও (kolkata) জাঁকিয়ে শীত (Winter) পড়তে চলেছে। কনকনে ঠান্ডায় কাঁপবে মহানগরী। সপ্তাহের শেষ দিকে কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রিতেও নেমে যেতে পারে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…

উত্তরবঙ্গের জেলালিতে এমনিতেই ভালোমতে ঠান্ডা রয়েছে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের সব জেলাতেই ঠাণ্ডার দাপট আরও বেড়ে যেতে পারে। এরই পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুযার জেলায় আগামী কযেকদিনে থাকবে কুয়াশার দাপট।

West Bengal Kolkata Weather Weather Report winter
Advertisment