Advertisment

Kolkata Weather Today: কাঁপানো ঠান্ডা বাংলায়! হু হু করে নামছে পারদ, ফের বৃষ্টি কোন কোন জেলায়?

IMD Weather Forecast Update: এর আগে গত ডিসেম্বর মাসে শীতের প্রথম স্পেল দেখেছে বাংলা। টানা দিন দশেক ভালো মতো ঠান্ডা ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে। তবে তারপর থেকে ঠান্ডার জোরালো দাপট কার্যত ছিল উধাও। এই মরশুমে বড়দিন থেকে শুরু করে নতুন বছর শুরুর আবহেও জাঁকিয়ে শীত ছিল অধরা। তবে এবার ফের শুরু শীতের আরও একটা স্পেল। এই পর্বে জাঁকিয়ে ঠান্ডার জোরালো দাপট থাকবে কতদিন? এরই মধ্যে আবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কলকাতার আবহাওয়া।

IMD Weather Update Today January 13: শুরু হয়ে গেল শীতের সেকেন্ড স্পেল। শহর থেকে জেলা, পৌষ সংক্রান্তির (Makar Sankranti 2024) আগেই ঠান্ডার দাপট জোরালো হয়েছে। গত দুই রাতে কলকাতার পারদ এক ধাক্কায় ৫ ডিগ্রি নেমে গিয়েছে। আজই মরশুমের শীতলতম দিন কলকাতায়। পারদ নেমেছে ১২ ডিগ্রির ঘরে। মকর সংক্রান্তির আগে তাপমাত্রা আরও নেমে যাওয়ার প্রবল পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবহাওয়ায় আরও বদল আসার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসও (Rainfall Forecast) । জেনে নিন আবহাওয়ার বিস্তারিত আপডেট।

Advertisment

পুরোদমে শুরু শীতের সেকেন্ড স্পেল। পৌষ সংক্রান্তি আগামী সোমবার। তার আগেই কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমে গেল। আববহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে শীতের এই সেকেন্ড স্পেল চলবে আগামী বুধবার পর্যন্ত। তারপর থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা। এমনকী আগামী সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জাঁকিয়ে শীতের আবহেই এবার মকরস্নান (Makar Sankranti) সারতে পারবেন পুন্যার্থীরা।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আগামী বুধবার পর্যন্ত শীতের দাপট থাকবে। তবে বুধবার থেকে পরিস্থিতির বদল শুরু হবে। বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবহ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী সপ্তাহে শীতের এই স্পেল শেষের পর নতুন করে ঠান্ডার কামব্যাক কবে থেকে হতে পারে সেব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর।

কলকাতার ওয়েদার আপডেট…

শনিবার জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি শহর কলকাতায় (Kolkata) । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১২ ডিগ্রির ঘরে। মেঘমুক্ত আকাশে তিলোত্তমা মহানগরীতে আগামী ৪৮ ঘণ্টায় পারদ আরও নেমে যাওয়ার সম্ভবানা রয়েছে। আপাতত কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন- Sujit Bose: ইডি বাড়ি ছাড়তেই হুঙ্কার সুজিতের, শুভেন্দুকে কড়া নিশানা করেও মন্ত্রীর দাবি- ‘বিজেপির সকলে খারাপ নয়’

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে জোরালো ঠান্ডার রেশ রয়েছে। আগামী সপ্তাহের শুরুর দিন দু'য়েক উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি (Rainfall) হতে পারে। এরই পাশাপাশি ওই দুই জেলায় থাকবে কুয়াশার (Fogg) দাপট। আগামী কয়েকদিন ঘন কুয়াশার চাদর থাকবে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও।

West Bengal Kolkata Weather Weather Report Weather Forecast
Advertisment