দফায় দফায় বৃষ্টি, সঙ্গে মাঝেমধ্য়েই বইছে দমকা হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের ঘনঘটা। আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ বাড়বে। কারণ, আবারও ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর-মধ্য় ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিস্তৃত রয়েছে নিম্নচাপ। আর এর জেরেই আজ থেকে রবিবার পর্যন্ত জারি থাকবে বৃষ্টি।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, ১৪ থেকে ১৬ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বাংলায় একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ছুঁইছুঁই
বৃষ্টি চলবে রবিবারও। সেদিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের জেরে উত্তর বঙ্গোপসাগরের উপর ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সে কারণে ১৪ থেকে ১৬ অগাস্ট পর্যন্ত মৎস্য়জীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় উপকূলবর্তী এলাকায় হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন