কখনও কড়া রোদের তাপ, আবার কখনও রূপ বদলাচ্ছে আকাশের চেহারা। কখনওবা বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্য়দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কয়েক ঘণ্টার মধ্য়ে কলকাতা-সহ জেলায় বৃষ্টির পূর্বাভাস
এদিকে, আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েকঘণ্টার মধ্য়ে কলকাতা, দুই মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, মালদায় বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্য়ুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা।
আরও পড়ুন: বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায় আত্মঘাতী, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে অনুমান পুলিশের: স্বরাষ্ট্রসচিব
অন্য়দিকে, উত্তরবঙ্গে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্য়ূনতম ৭৬ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন