কালো মেঘের চাদরে মোড়া আকাশ। মাঝেমধ্য়েই ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। নিম্নচাপের জেরে দিনভর বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ ও কাল দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: করোনায় বাংলায় নয়া রেকর্ড, একদিনে আক্রান্ত ৩ হাজার পার, মৃত ৬০
রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের জেরে উত্তর বঙ্গোপসাগরের উপর ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সে কারণে ১৬ অগাস্ট পর্যন্ত মৎস্য়জীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্য়ূনতম ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০৮.০ মিমি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন