সাগরে যেন লেগেই রয়েছে নিম্নচাপ। আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। আর তার প্রভাবে ফের বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরে আজ, কাল ও পরশু দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, নিম্নচাপের প্রভাবে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আরও পড়ুন: বাংলায় করোনায় একদিনে আক্রান্ত ৩০৮০, সুস্থতার হার ছুঁল ৭৫ শতাংশ
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের জেরে উত্তর বঙ্গোপসাগরের উপর ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সে কারণে ১৯ ও ২০ অগাস্ট পর্যন্ত মৎস্য়জীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
মঙ্গলবার সকালে রোদের দেখা মিললেও, বেলা গড়াতেই আকাশের চেহারা পাল্টেছে। দুপুরের পর কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে মাঝে মধ্য়েই বইছে দমকা হাওয়া।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্য়ূনতম ৮৩ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন