সকাল থেকেই রোদের তেজ। বেলা বাড়লেই চেনা রূপ ধারণ করছে গরম। এই অবস্থায় বঙ্গবাসীকে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। আর এর দৌলতেই ফের রাজ্য়জুড়ে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, রবিবার নাগাদ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যা সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগোবে। এর প্রভাবে আগামী রবি, সোম,মঙ্গল ও বুধবার বৃষ্টিতে ভাসবে গোটা রাজ্য়।
রবিবার থেকে বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: পরিবেশ আদালতে ধাক্কা খেয়ে ছটপুজো ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। সোমবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, মালদা , দুই দিনাজপুর জেলায়।
রবিবার সন্ধের পর সমুদ্রে মৎস্য়জীবীদের যেতে নিষেধ করা হয়েছে। মাঝসমুদ্রে যাঁরা রয়েছেন, তাঁদের রবিবার বিকেলের মধ্য়ে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বৃষ্টির জেরে রাজ্য়ে বিভিন্ন নদির জলস্তর বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পঙে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন