একটা নিম্নচাপ তৈরি হতে না হতে বঙ্গোপসাগরে উঁকি মারছে আরও এক নিম্নচাপ। এই জোড়া নিম্নচাপের ধাক্কায় আগামী এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সকালে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে ইতিমধ্যেই দফায় দফায় বৃষ্টি চলছে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, জোড়া নিম্নচাপের প্রভাবে আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আরও পড়ুন: করোনার দাপট, বাংলায় একদিনে আক্রান্ত ৩১৭৫, মৃত ৫৫, সুস্থ ২৯৮৭
শুক্র ও শনিবারের বিরতি কাটিয়ে রবিবার দুই ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রামে। কলকাতা-সহ বাকি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। মঙ্গলবার, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এই আবহাওয়ায় মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে নদীতে জলস্তর বাড়তে পারে। সেইসঙ্গে শহুরে এলাকায় জল জমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন