দক্ষিণবঙ্গে উধাও বর্ষার বৃষ্টি। এদিকে, উত্তরবঙ্গে ঝোড়ো ইনিংস খেলতে মাঠে নেমেছে বর্ষা। গত কয়েকদিন ঝিরঝিরে বৃষ্টি হলেও শুক্রবার সেভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ বৃষ্টি হয়নি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, শনিবার বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় আপাতত বৃষ্টির পূর্বাভাস জারি করেনি হাওয়া অফিস। যদিও এদিনও কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা ছিল।
আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: বীরভূমে শেষকৃত্য সম্পন্ন শহিদ রাজেশের-গার্হস্থ্য হিংসা বাড়ছে বাংলায়-করোনা চিকিৎসায় অতিরিক্ত অর্থ নয়
অন্য়দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। মালদা, দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্য়ূনতম ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০০.৪ মিমি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন