/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/rain-759.jpg)
ছবি: শশী ঘোষ।
সকাল থেকে সন্ধ্য়া, রাত থেকে দিন, শুধু বৃষ্টি আর বৃষ্টি। গত কয়েকদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছবিটা ঠিক এরকমই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত লম্বা ইনিংস খেলতে চলেছে বৃষ্টি। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত বৃষ্টি চলবে। কারণ, রবি-সোমবার নাগাদ আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। আজ ও কাল বৃষ্টির পরিমাণ খানিকটা কমলেও রবিবার থেকে আবারও বাড়বে বর্ষণ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায় এদিন জানিয়েছেন, ''গত ১৭ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে।দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হয়েছে। আজ থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। তবে রবিবার থেকে আবারও বেগ বাড়াবে বৃষ্টি''।
আরও পড়ুন: বাংলায় একদিনে আক্রান্ত ও সুস্থের সংখ্যা ৩ হাজার পার
এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ''২৩-২৪ তারিখ নাগাদ আবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। সোম, মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে''।
সঞ্জীববাবু আরও জানিয়েছেন, ''এতদিন ধরে টানা বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। কলকাতায় ট্রাফিক সমস্য়া হতে পারে। উপকূলবর্কতী জেলায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ২৪ তারিখ হাওয়ার বেগ বাড়বে। রবিবার থেকে সমুদ্রে মাছ ধরতে যেতে মৎস্য়জীবীদের নিষেধ করা হয়েছে''।
উল্লেখ্য়, বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন