West Bengal Weather Forecast Today:
বুধবার সন্ধ্যে থেকেই শুরু হয়েছিল কালবৈশাখী ঝড়, সঙ্গে হালকা বৃষ্টি। যার রেশ রয়েছে বৃহস্পতিবার সকালেও। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকেই মুখ ভার রয়েছে আকাশের। বেলা গড়াতেই বাড়ছে কালো মেঘের আনাগোনা।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানানো হয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলেও আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও আগামী ২৪ ঘন্টায়, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ প্রধানত মেঘলাই থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৩.১ ডিগ্রির আশেপাশে, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ, ন্যূনতম ৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০১১.৮ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন