গত কয়েকদিনের টানা বৃষ্টির পরে শনিবার সকালে রোদের দেখা মিললেও বেলা গড়াতেই কালো মেঘের চাদরে ঢেকেছে সূয্য়িমামা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি খানিকটা বিরতি নিলেও রবিবার থেকে আবার ছন্দে ফিরবে দক্ষিণবঙ্গে। রবি-সোমবার নাগাদ আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। ফলে আবারও বর্ষণমুখর দিনের সাক্ষী হতে চলেছে দক্ষিণবঙ্গ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, ''২৩-২৪ তারিখ নাগাদ আবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। সোম, মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে''।
আরও পড়ুন: রেকর্ড সংক্রমণের মধ্যেই বাংলায় করোনাজয়ীর সংখ্যা ১ লাখ ছাড়াল
সঞ্জীববাবু আরও জানিয়েছেন, ''টানা বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। কলকাতায় ট্রাফিক সমস্য়া হতে পারে। উপকূলবর্কতী জেলায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ২৪ তারিখ হাওয়ার বেগ বাড়বে। রবিবার থেকে সমুদ্রে মাছ ধরতে যেতে মৎস্য়জীবীদের নিষেধ করা হয়েছে''।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্য়ূনতম ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০৫.৭ মিমি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন