কখনও কালো মেঘে ঢাকছে আকাশ। আবার কখনও মেঘের আড়াল থেকে উঁকি মারছে সূয্য়িমামা। মাধেমধ্য়ে বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছে। দক্ষিণবঙ্গের আকাশের চেহারাটা খানিকটা এরকমই। এদিকে, উত্তরবঙ্গে আজ থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ভারী বর্ষণের জেরে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বাড়তে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পঙে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে। বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। বৃহস্পতিবারও ওই ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: আরও দুই সন্দেহভাজনের আল-কায়দা যোগ! সন্ত্রাসের জাল ছড়িয়ে মালদাতেও
আজ উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলবর্তী এলাকায় মৎস্য়জীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্য়ূনতম ৭৭ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন