দক্ষিণবঙ্গে বৃষ্টি উধাও হলেও ভাসছে উত্তরবঙ্গের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ ও কাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বাড়তে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পঙে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে। শুক্রবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে। মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: করোনা কাঁপুনি, বাংলায় একদিনে আক্রান্ত ৩১৮৯, মৃত ৬১
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্য়ূনতম ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০৩.০ মিমি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন