দুপুরেই কার্যত সন্ধে নামল কলকাতা ও সংলগ্ন এলাকায়। কালো মেঘে ঢাকল শহরের আকাশ। সকালে রোদের দেখা মিললেও বেলা গড়াতেই রূপ বদলেছে আকাশ। শোনা যাচ্ছে মেঘের গর্জনও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে, উত্তরবঙ্গে একেবারে ছন্দে বর্ষা। আগামী কয়েকদিনে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্য়ুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: বাংলায় একদিনে করোনা আক্রান্তের থেকে সুস্থের সংখ্য়া বাড়ল
অন্য়দিকে, আজ থেকে বৃহস্পতিবারের মধ্য়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মালদা, দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরে প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে, নদীর জলস্তর বাড়তে পারে।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্য়ূনতম ৬২ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন