একের পর এক নিম্নচাপের দৌলতে বৃষ্টিতে প্রাণ জুড়োনোর পর ভাদ্রের গরমে এবার যেন প্রাণ ওষ্ঠাগত হওয়ার পালা। সপ্তাহের শুরুতেই রোদের তাপে পুড়ছে বাংলা। গরমে হাঁসফাঁস অবস্থায় আবারও বৃষ্টির দিকে চেয়ে রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২ দিন জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: বাংলায় কমল অ্যাক্টিভ কেসের সংখ্যা, সুস্থ ৩৩০৮
অন্য়দিকে, উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কোথাও কোথাও বজ্রবিদ্য়ুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২ দিনে মালদা ও দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্য়ূনতম ৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন