সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি। কালো মেঘের ভিড়ে দিনের বেলাতেই কার্যত নেমেছে আঁধার। গত কয়েকদিনের ভ্য়াপসা গরমে ঠান্ডার জল ছিটিয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজ ও কাল দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টি চলবে। কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় বৃষ্টির জেরে জল জমার আশঙ্কা করা হচ্ছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত শহরে বৃষ্টি হয়েছে ০০৪.২ মিমি।
আরও পড়ুন: করোনার বাড়বাড়ন্তের মধ্য়েই বাংলায় সুস্থতার হার ছুঁল ৭০ শতাংশ
আগমিকালও চলবে বৃষ্টির দাপট। বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। আজ ও বুধবার মৎস্য়জীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদা, দুই দিনাজপুরেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন