কখনও রোদ, আবার কখনও মেঘ। কখনও আবার দু-এক পশলা বৃষ্টি। গত কয়েকদিন ধরে বাংলার আকাশে এমন ছবিই ধরা পড়ছে। এদিন দুপুরের পর থেকেই মেঘের চাদরে ঢেকেছে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েকঘণ্টার মধ্য়েই কলকাতা, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: করোনায় কাবু বাংলা, একদিনে আক্রান্ত ৩৪৫৫
অন্য়দিকে, আজ, কাল ও পরশু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদায়।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্য়ূনতম ৭৪ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন